Doinik Bangla Khobor

গাজীপুর কাশিমপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন কাশিমপুর থানা ছাত্রলীগ নেতা কর্মীরা


মোঃ আলী সীমান্ত,কাশিমপুর থেকে :
করোনার প্রভাবে দেশ যেখানে অচলাবস্থা, কৃষক সেখানে বিপাকে। কৃষকের ফসল পেঁকে যাচ্ছে, কিন্তু শ্রমিকের অভাবে না পারছে ঘরে তুলতে না পারছে বাজারজাত করতে। এমনি দূর্দশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ অসহায়, স্বম্বলহীন কৃষকের গোলায় ধান তুলে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকারের নেতৃত্বে ছাত্রলীগের মোবারক হোসেন, জালাল উদ্দিন সহ ৫০ জন কর্মী নিয়ে ২নং ওয়ার্ডের কৃষক মোঃ মমিন এর কয়েক একর জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছেন,বাংলাদেশ ছাত্রলীগ কাশিমপুর থানার নেতৃবৃন্দ।
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এ স্লোগান নিয়ে সামনে নিয়ে কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার জানান, কাশিমপুর থানার প্রতিটি ওয়ার্ডের কৃষকদের ধান তারা এভাবে কেটে দিবেন। কাশিমপুর থানা কৃষক ভাইদের যেই কোন সমস্যা হলে ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।