এম শাহীন আলম : পর্ব-১
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে পিয়ন পদে চাকুরীর সুবাদে নোয়াখালীর নানা খ্যাত খোরশেদ আলম এখন কোটিপতি ও একাধিক বাড়ীর মালিক,এই যেন এক আলাদীনের চেরাগ পেলেন তিনি !
অনুসন্ধানে জানা যায়, এই নোয়াখালীর (নানা খ্যাত) খোরশেদ আলম এর পিতা মরহুম মুজা মিয়া এই অধিদপ্তরে চাকুরী করার সুবাধে তিনি তার একাধিক ছেলেদেরকে এই দপ্তরের অধীনে চাকুরীর ব্যবস্থা করে দেন,
জানা যায় খোরশেদ আলম অনুমান ৮০ দশকের কাছাকাছি সময়ে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে পিয়ন পদে চাকুরীতে যোগদান করেন তিনি ফেনী,ঢাকা ও বগুড়ায় কর্মরত ছিলেন,গত ২০১৭ সালের জুন মাসে চাকুরী থেকে অবসর গ্রহন করেন,
অনুসন্ধানে আরো জানা যায়, এই খোরশেদ আলম চাকুরী করা অবস্থায়,অনৈতিক ভাবে ঘুষ-দূর্নীতির মাধ্যমে নিজের নামে,তার প্রথম স্ত্রী নামে,তার সন্তানদের নামে,মেয়ের জামাইদের নামে ঢাকা এবং ঢাকার বাহিরে একাধিক জমি ক্রয় করে বহুতল ভবন সহ বাড়ী নির্মাণ করেন এবং গত ২০১২ সালের দিকে তিনি সহ কয়েকজন মিলে ঢাকায় জমি ক্রয় করে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রিও করেন বলে তার বসবাসরত বাড্ডা এলাকায় তাকে নোয়াখালীর নানা নামে চিনে এমন লোকজন গণমাধ্যমকে তথ্য দেন,
আরো জানা যায়,এই খোরশেদ আলম এর গ্রামের বাড়ী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অজয়পাড়া গ্রাম এলাকায়,তার বাবা মরহুম মুজা মিয়ার চাকুরীর সুবাদে তিনি তার বাবা এবং পরিবারের সাথে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করেন,এই খোরশেদ আলম এর ভাষ্য মতে তার আরো ভাই আছে যারা এই গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে চাকুরী করছে বগুড়াতে, তারাও বগুড়ায় বাড়ীর মালিক বনে চলে গেছেন বলে জানা যায়,তার ভাইদের বিষয়েও অনুসন্ধান চলছে,
জনমনে প্রশ্ন একজন সরকারী চাকুরী জীবি পিয়ন এর মাসিক বেতন কত ? সে কি করে ঢাকা রাজধানীর মতো জায়গায়, জায়গা কিনে বহুতল বাড়ীর মালিক ? কি এমন গুপ্ত ধন পেলেন যে সামান্য ছোট একটা পোস্টে চাকুরী করে এত কিছু করছেন তিনি, এসব নানান প্রশ্ন তার বসবাসরত এলাকাবাসী মানুষের মুখে মুখে, সরেজমিনে জানা যায় খোরশেদ আলম তার চাকুরী জীবনে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে রাজধানী গুলশানের বাড্ডা এলাকায় জায়গায় কিনে বহুতল ভবনের মালিক,তার ভাষ্য মতে তার মেয়েকেও জায়গা কিনে বাড়ী করে দিয়েছেন,এছাড়াও উওর বঙ্গের বগুড়ার শাহাজাহান পুরে তার নামে এবং তার প্রথম স্ত্রী'র নামে প্রায় বিশ শতক জায়গা ক্রয় করে টিনসেট বিল্ডিং করে তার তৃতীয় স্ত্রী'কে নিয়ে বর্তমানে বসবাস করছেন, পরবর্তী অনুসন্ধানে তার কোটিপতি হওয়ার পিছনে কি এমন আলাদিনের চেরাগের পেলেন,জীবন কাহিনী নিয়ে পরের সংখ্যায় বিস্তারিত প্রকাশ করা হবে,