চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৪নং পুরানগড় ইউনিয়নের৭নংওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা "দৈনিক সাঙ্গু" পত্রিকার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সাংবাদিক নাছিরের মনোনয়ন ফরম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের সাঙ্গপাঙ্গ নিয়ে নিজ হাতে কেড়ে নিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে দেয়নি বলে জানা গেছে। ১২জানুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে সাতকানিয়া উপজেলা কমপ্লেক্স এলাকার নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে মনোনয়ন ফরমসহ তাকে তুলে নিয়ে যায় বলে জানা যায়। মনোনয়ন ফরম কেড়ে নেওয়ার বিষয়ে সাংবাদিক নাছির,কে জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকা পক্ষ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি মনোনয়ন ফরম জমা দিতে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহের সহ তাহার লোকজন এসে আমার মনোনয়ন ফরম কেড়ে নিয়ে, আমাকে ধরে নিয়ে যায়।আমি জিজ্ঞেস করলে আমাকে কথা আছে বলে উপজেলা কমপ্লেক্স এর দক্ষিণে সাম চৌধুরী পাড়ার দিকে একটি পরিত্যক্ত ভবনে ধরে নিয়ে আটকে রাখে, বিকাল ৫:টা পর্যন্ত এবং ৫:টার পরে, অকথ্য ভাষায় গালি- গালাজ করে মনোনয়ন ফরম না দিয়ে, আমাকে ছেড়ে দেয়।এরপর নির্বাচন কমিশন ও থানায় যোগাযোগ করলে তারা অপরাগতা প্রকাশ করে। তাই আমি সুষ্ঠু বিচারের আশায়,১৩/০১/২০২২ইং তারিখে, চট্টগ্রাম মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি অভিযোগ দাখিল করি। এব্যাপারে মনোনয়ন ফরম ছিনতাইকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহেরের কাছে জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার পক্ষ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা, তবে নাসির সাহেব বিকেল ৫: টার সময় সাতকানিয়া উপজেলা কমপ্লেক্স নির্বাচন কমিশন কার্যালয়ে তার মনোনয়ন ফরম জমা দিতে গিয়েছিলেন, এই বলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জুহরার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে নির্বাচন কমিশন অফিস এই বিষয়ে জানতে পারে। তারপর এব্যাপারে উপজেলা নির্বাচন কমিশনার আবু তালেব মন্ডলের কাছে জানতে চাইলে তাহার মুঠোফোনে বারবার ফোন করে তিনাকে পাওয়া যায়নি। এব্যাপারে সাতকানিয়া থানার ওসি তদন্ত সুজন দে এর নিকট জানতে চাইলে , তাহাকে ও মুঠোফোনে বারবার চেষ্টা করে পাওয়া যায়নি। সর্বশেষ সাতকানিয়া থানার নতুন ওসি অফিসার ইনচার্জ জলিল সাহেবের কাছে মুঠোফোনে জানতে চাইলে , তিনি বলেন আমি গত ১৩/০১/২০২২ইং তারিখে যোগদান করেছি, তবুও এই ধরনের অভিযোগ পেলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নেব।