বিশেষ প্রতিনিধি :
চাঁদপুর জেলার কচুয়া উপজেলা রহিমানগর বাজার ৮২ নং নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুরুন্নাহার আক্তার পারভীনসহ তার স্বামী ও দুই কন্যা সন্তানের উপর বর্বচিত হামলা করেছে স্থানীয় একদল সন্ত্রাসী।
ভুক্তভোগীর ভাই শরিফুল ইনসান বিপ্লব জানান, ঈদের ছুটিতে সপরিবার ঈদ উৎযাপন করতে নিজ বাড়ি গেলে স্থানীয় সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে এ-হামলা চালায়। তিনি আরো বলেন, স্থানীয় এই সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। এরা এতোটাই বেপরোয়া যে হামলার পর জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল পুলিশ আসলেও উল্টো সন্ত্রাসীদের সাথে আপোষ করার পরামর্শ দিয়ে চলে যায়। নিরাপত্তার কথা চিন্তা করে চিকিৎসার আমার বোন, ভগ্নপতি ও দুই ভাগনীকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে সকলকে হাসপাতালে ভর্তি দেন।
তিনি আরো বলেন, চিকিৎসাকাজ শেষ হলে, স্কুল কমিটি, উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই মুহুর্তে সন্ত্রাসীদের নাম বলতেও অপারগতা জানান তিনি।