Doinik Bangla Khobor

জামালপুরের ইসলামপুরে ২৪ প্রহর ব্যাপী নাম কীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

মোঃএমদাদুল হক,ইসলামপুর থেকে :
জামালপুরের ইসলামপুরে গৌর নিতাই আশ্রম(হরিসভা) এর আয়োজনে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বমানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে ৬ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ৭ডিসেম্বর-২০২২ বুধবার সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে ১২ ডিসেম্বর, ২০২২ রবিবার শেষ হয় মধ্যাহ্নে মহাপ্রভুর মহন্ত বিদায় এর মাধ্যমে।
কীর্তন উদযাপন কমিটির সভাপতি শ্রী রিপন চন্দ্র বন্দ ও সাধারণ সম্পাদক শ্রী রাজন কর্মকার জানান, কীর্তন পরিবেশন করেন ২ টি দল। নাম সুধা পরিবেশনায় অংশ নেন ৬ টি সম্প্রদায় ও রাধা গোবিন্দের অষ্টকালীন পরিবেশন করেন কুড়িগ্রামের শ্রীমতী ললিতা রাণী, টাঙ্গাইলের শ্রী হৃদয় কৃষ্ণ দাস ও মায়াপুরের শ্রীমতী রাধা রাণী সরকার।