মোঃ রিপন মিয়া,আশুলিয়া থেকে :
আশুলিয়া কুয়েত দানশীল ব্যক্তিবর্গের উদ্যোগে এান সামগ্রী বিতরণ করা হয় রাহমাহ্ ইন্টারন্যাশনাল সোসাইটি - কুয়েত এর বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান সোসাইটি ফর স্যোশাল এন্ড টেকনোলোজিক্যাল সাপোর্ট (এস.এস.টি.এস) বাংলাদেশ সার্বিক তত্ত্বাবধানে ২৯-০৪-২০২২ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর এর বাসভবন মাঠে। বন্ধু রাষ্ট্র কুয়েত দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় আশুলিয়া এলাকার অসহায় হতদরিদ্র ও দুঃস্থ দের মাঝে বিশেষ এাণ কার্যক্তম অনুষ্ঠিত হয উক্ত এাণ কার্যক্তম অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে এাণ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর উক্ত অনুষ্ঠানে- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এস.টি.এস. সংস্থার সম্মানিত সাংস্কৃতিক ও মানব উন্নয়ন বিভাগের পরিচালক ওয়ালিদ আহমেদ
এই এাণ সামগ্রীর মধ্যে ছিল ভাতের চাল,ডাল,চিনি, লবণ, পোলার চাল,ও সেমাই সমৃদ্ধ প্রয় ৩০০ ব্যাগ মানে তিন শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই এাণ পেয়ে ঈদের পূর্বে পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের অসচ্ছল অসহায় ও দুঃস্থ মানুষেরা খুব খুশি হয়।
এই এাণ সামগ্রীর দেওয়ার জন্য আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর পক্ষ থেকে কুয়েতের আমির ও জনগণকে ধন্যবাদ জানান।
এছাড়াও এাণ বিতরণের ক্ষেএে তার নির্বাচনী এলাকাকে বেছে নেওয়ার জন্য সোসাইটি ফর স্যোশাল এন্ড টেকনোলোজিক্যাল সাপোটের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর ডঃ সাঈদ সাবরী ও সকল পর্যায়ের কর্মকর্তাকে ধন্যবাদ জানান
আগামীতে এসমস্ত বিষয় আরও বেশি বেশি উদ্যোগ নেওয়ার আহবান জানান।