সুচিত্রা রায় :
ঢাকার আশুলিয়ায় একটি বাসা বাড়িতে অগ্নিকান্ডে র ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।গতকাল বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার মরহুম হাজী তাঁরা মেম্বারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বর্তমান এই বাড়ির দায়িত্বে আছেন রাসেল মিয়া।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০থেকে ১২(লক্ষ) টাকা ধারণা করা হয়েছে ।
সাতটা রুম আরো পাঁচটা দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।এই বাড়ির ভাড়াটিয়ারা বলেন একজন বৃদ্ধা মহিলা খুব গুরুতর আহত হয়েছে। তাঁর একটি পায়ের রগ কেটে গেছে।আরো বলেন, বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘাটে।