সুচিত্রা রায় আশুলিয়া থেকে :
শিল্পাঞ্চল আশুলিয়ায় ভাড়াটিয়াদের বাড়িভাড়া এক মাসের জন্য মওকুফ করেছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবির হোসেন সরকারের করা পোস্টটি হুবুহু তুলে ধরা হলো,করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে।কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছেনা।তাই এদেশের একজন নাগরিক হিসেবে আমার বাড়ির সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম।আমি বলব, বাংলাদেশের সকল বাড়িওলারা এই দুর্যোগের সময়ভাড়াটিয়াদেও পাশে দাড়ানো উচিত।বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে করোনা মোকাবিলায় সহযোগিতা করুণ ।আল্লাহ এই দুর্যোগ থেকে রক্ষা করুণ। আমিন।
করোনা ভাইরাসের সুযোগ নিয়ে যেখানে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, সেখানে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার এই সংকটময় সময় ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করে উদারতার দৃষ্টান্ত রাখছেন।