Doinik Bangla Khobor

ঢাকা আশুলিয়ায় ইন্টারনেটের তার কাটায় থানায় জিডি

আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ায় রাতের আধঁরে জোরপূর্বক গ্রাহকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।
আশুলিয়া বগাবাড়ী এলাকার ইন্টারনেটের তার কাটায় থানার জিডি।
আশুলিয়ার জামগরা বগাবাড়ী এলাকায় দির্ঘদিন ধরিয়ে জান্নাত মীর ইন্টারনেট সার্ভিস দিয়ে আসছিল।
হঠাৎ আরিফ হোসেন দলিও প্রভাব খাটিয়ে জান্নাত মীরের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার গ্রহকদের ভয় বেতি দেখাচ্ছে। ভিবিন্ন লাইনের তার কেটে ফেলর অভিযোগ রইয়েছে।
রবিবার(১৭ এপ্রিল) আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করা হয়।
জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের মালিক সুমন হোসেন মীর বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আমার সকল লাইসেন্স ও অনুমোদন রয়েছে। আমি সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করছি।
কিন্তু আরিফ অবৈধ ব্যবসায়ী। ও অবৈধভাবে অন্যের ফিড নিয়ে ইন্টারনেটের ব্যবসা করে। গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে সংযোগ প্রদান করার চেষ্টা করে।
আমাদের গ্রাহকের সংযোগ জোরপূর্বক বিচ্ছিন্ন করে দিয়েছে আরিফসহ তার লোকজন এবং ফাইবার সহ বেশ কিছু ইন্টারনেটের যন্ত্রাংশও নিয়ে গেছে তারা।
আরিফুলের মোবাইলে বার বার ফোন করলেও ফোন রিসিভ করেনি।