Doinik Bangla Khobor

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আশুলিয়ায় পুলিশের ওপেন হাউজ’ডে পালিত

বিশেষ প্রতিবেদক :
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আশুলিয়া থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানার হলরুমে এ সভা পালিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার)

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ঢাকা জেলা শিল্পাঞ্চল আশুলিয়া-সাভারের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক সদস্য কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ। কারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক,শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় তিনি আরও বলেন,পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এ বাহিনীর সবাই প্রস্তুত আছে এবং থাকবে।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, আশুলিয়া সার্কেল ভুমি অফিসার মোঃ আনোয়ার হোসেন খাঁন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ জিয়াউল হক জিয়া, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন খাঁন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল লতিফ মন্ডল,সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন মাদবর,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, বীর মুক্তিযোদ্ধা মিয়া আঃ রহিম সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জনগণের সকল প্রকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতির মধ্যো দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।