Doinik Bangla Khobor

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলো থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোঃ ইমরুল আহসান :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলোর সীমানার ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন বাংলোর দেয়ালের ভেতর থেকে লাশটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।

পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, দুপুরের দিকে শাহবাগ থানা পুলিশ একটি নবজাতকের মরদেহ নিয়ে আসে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

উপাচার্য বাংলোর তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক বলেন, “আজকে দুপুর সোয়া ১২ টার দিকে দেওয়ালের অপর পাশ থেকে শপিং ব্যাগ ভর্তি কিছু একটা বাংলোর ভেতর ছুড়ে ফেলা হয়। উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীরা শব্দ পেয়ে এগিয়ে আসেন। তারা ভয় পান যে, বোমা বা অন্যকিছু কি না।

পরে লাঠি দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। এরপর তারা আমাকে খবর দেয়। আমি গিয়ে দেখি নবজাতকের বীভৎস অবস্থা। দেখার মতো না। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে লোকটি এখানে ব্যাগটা ফেলে গেছে, আমরা সিসিটিভির ফুটেজ চেক করে তাকে শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলো থেকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় সন্ধ্যায় উপাচার্যের ব্রিফ করার কথা আছে।লোকটি এখানে ব্যাগটা ফেলে গেছে, আমরা সিসিটিভির ফুটেজ চেক করে তাকে শনাক্তের চেষ্টা করছি, বলেন প্রক্টর।

বাংলো থেকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় সন্ধ্যায় উপাচার্যের ব্রিফ করার কথা আছে।