ঢাকা সাভারের আমিনবাজারে আবারও উপজেলা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ১৯টি অবৈধ সিসা কারখানা

অপরাধ

দ্রুত ব্যবস্হা নিতে পরিবেশ অধিদপ্তর সহ জেলা/উপজেলা প্রশাসনের দৃষ্টি আর্কষণ।

এম শাহীন আলম :
রাজধানী ঢাকার সাভার উপজেলার আমিনবাজার ভাঙ্গা লোহার ব্রীজ সংলগ্ন আশপাশের এলাকায় পরিবেশ ছাড়পত্র বিহীন অবৈধ ইট ভাটার ভিতরে কয়েকটি অসাদু ব্যবসায়ী চক্র অবৈধভাবে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে তৈরী হচ্ছে সীসা যা স্বাস্হ্য এবং পরিবেশের জন্য চরম হুমকি। এর আগে গত ৫ নভেম্বর ২০২৪ ইং বাংলাদেশ সেনাবাহিনী ও সাভার উপজেলা প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান করেন। পুনরায় গত ১৫ দিন যাবৎ তারা সরকারি নির্দেশনা অবমাননা করে আমিনবাজার ভাঙ্গা লোহার ব্রীজ হইতে চার নং ডাইবেশন ও পাঁচ নং ডাইবেশন এবং রিকু পাম্পের গলি থেকে ভিতরে নদীর তীরে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে চলছে ২১ টি অবৈধ সিসা তৈরির কারখানা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ১২ই জানুয়ারি পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওানুল ইসলাম এসকল অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে দুইটি কারখানার মালামাল জব্দ করে। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারও স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় অবৈধভাবে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে স্হানীয় উপজেলা প্রশাসনের নাকের ডগায় বর্তমানে ১৯ টি সিসা তৈরির কারখানা চালাচ্ছে এই চক্রটি। হুমকির মুখে আমিনবাজার হেমায়েতপুর এলাকার প্রাকৃতিক পরিবেশ ও স্হানীয় বাসিন্দারা। সরজমিনে জানা যায় এই অবৈধ সিসা তৈরির কারখানা সবগুলোর মালিকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলা হলে তারা স্হানীয় কিছু লোকজনের অদৃশ্য সেল্টারে ভাসমান কারখানা গুলো চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করে বলেন,প্রতিদিন রাত ৮ টা থেকে এই অবৈধ সিসা তৈরির কারখানায় পুরাতন ব্যাটারীর প্লেট কাঠ কয়লার আগুনে জ্বালিয়ে ভোর ৬ টা পর্যন্ত সীসা তৈরি করে। অ্যাসিডের ঝাঁজালো কালো ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কারখানার মালিকদের সমন্বয়ক এনামুল ও শিপলুর এর নিকট গণমাধ্যম কর্মীরা আপনাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অথবা কোনো কাগজপত্র আছে কিনা জানতে চাইলে- তারা বলেন আমাদের কোনো কাগজপত্র নেই, পরিবেশ অধিদপ্তর ঝামেলা করে কিন্তু স্থানীয় সবাইকে ম্যানেজ করেই কারখানা চালাই। অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুরাতন ব‍্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাগুলো উচ্ছেদ করতে মাননীয় পরিবেশ উপদেষ্টা, বিভাগীয় কমিশনার ঢাকা, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকা, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ঢাকা, জেলা প্রশাসন ঢাকা, সাভার উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.