বিশেষ প্রতিনিধি :
১ ফেব্রুয়ারী শনিবার সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সময়ে রাজধানীর মোহাম্মদ পুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা অস্ত্র হাতে নিয়ে কেন্দ্রের বাহিরে ঘুরছিলো,তাৎক্ষণিক এসব সশস্ত্র ছবি ক্যামেরায় বন্দি করায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালানো হয়,
আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সূত্রে জানা যায়, জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।
আরেক সাংবাদিক সালেহ আকন্দ জানান, কাউন্সিলর প্রার্থী খোকনের সমর্থকরা ভোট কেন্দ্রের বাইরে অস্ত্র নিয়ে ঘুরছিল। মোস্তাফিজ সেই ছবি তোলায় দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করে তারা।