দেশে আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রামীন সিম সঙ্কটে পড়বে কোম্পানী টি

অর্থনীতি

বিশেষ প্রতিবেদক :
আগামী এক থেকে দুই সপ্তাহ পরে বাজারে আর গ্রামীণফোনের সিম কার্ড পাওয়া যাবে না বলে জানিয়েছেন অপারেটরটির হেড অব এক্সটারনাল কমিউনিকেশন মোঃ হাসান।

৪ ফেব্রুয়ারী মঙ্গলবার মুঠোফোনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, আমাদের স্টকে নতুন কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে আর সিম পাওয়া যাবে না। আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন করেছি। তাদের অনুমোদন সাপেক্ষে নতুনভাবে বাজারে সিম পাওয়া যাবে।

তিনি আরো বলেন, আমাদের কাছে বিক্রির জন্য নতুন সংযোগের স্বল্পতা দেখা দিয়েছে। তারপরও আমাদের স্টক থাকা পর্যন্ত আপনি চাইলে আমাদের নতুন সংযোগ কিনতে পারবেন। তবে আমরা নিশ্চিত করছি যে, সিম রিপ্লেসমেন্টের উপর এর কোনো প্রভাব পড়বে না।

অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, আগামী দুই সপ্তাহ পর থেকে বাজারে গ্রামীণফোনের সিম (০১৭ ও ০১৩ নম্বর সিরিজ) পাওয়া যাবে না। সিম রিসাইকেলের (পুরনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পরে বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না। সিম রিসাইকেলের জন্য এরই মধ্যে ৩০ লাখ সিম জমা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রাহকদের চাহিদা মেটাতে প্রতিদিন গ্রামীণফোন ৫০ হাজার সিম বাজারে ছাড়ে। গ্রামীণফোন তাদের পুরনো ০১৭ কোডের দশ কোটি নম্বর বিক্রি করার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে ০১৩ নম্বর কোড থেকে আরো দুই কোটি সিম বিক্রির অনুমোদন পায়। এর সবই বিক্রি হয়ে গেছে।

সিম রিসাইকেলের বিষয়ে তিনি জানান, ‘বিটিআরসির বেধে দেয়া নিয়মানুসারে কোনো সিম টানা ৯০ দিন একবারের জন্যও ব্যবহার না হলে সেটি অকার্যকর গ্রাহক হিসেবে বিবেচনা করা হয়। আর টানা ১৫ মাস যদি সংযোগটি বন্ধ থাকে তাহলে সেই সিমটি নতুন করে বিক্রির সুযোগ পায় অপারেটররা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.