Doinik Bangla Khobor

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই – বানিজ্য মন্ত্রী

নিউজ ডেক্স :
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই দেশে তেল, চিনি ও ডালের মূল্য বাড়ানো হয়েছে। তাই মূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়ছে। এমন অবস্থায় দ্রব্যমূল্য কমাতে হলে ভর্তুকি দিতে হবে।

ট্যারিফ কমিশনের মাধ্যমে ১৬৮ টাকা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। সিন্ডিকেটের বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে বলেও এসময় জানান বাণিজ্যমন্ত্রী।