Doinik Bangla Khobor

ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার সতর্ক

অনলাইন ডেস্ক রিপোর্ট :
গতকাল ২৯ জানুয়ারী বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটিতে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি।

রাঙ্গা তার প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়টি সত্য কি না।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এ সরকার ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সব সময় সতর্ক রয়েছে,বাংলাদেশ এক স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ দেশ।