ডেস্ক রিপোর্ট :
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবরণের ২ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ইতোমধ্যে জনসভা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতি পেয়েছে দলটি।
৭ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
বিএনপির আজকের জনসভাকে সফল করতে গতকাল বিএনপি নেতাদের মানুষের মাঝে লিফলেট বিতরণ করতেও দেখা যায়।
এ জনসভা থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচির ঘোষণাও আসতে পারে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এ আন্দোলন যে নতুন রূপ নেবে সে জন্য আমাদের সবাইকে সাহসী ভূমিকা পালন করতে হবে।
আমরা এর আগেও কর্মসূচি দিয়েছি, নির্বাচনও করেছি, কিন্তু সেগুলো কোনোটাই কাজে আসেনি।