খেলাধুলা ডেস্ক :
ব্রাজিলে সমকামিতার বৈধতা রয়েছে। সমকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করলে দেশটিতে রয়েছে কঠোর শাস্তির বিধান। এবার এমন শাস্তির মুখে ব্রাজিল ফুটবল দল। নেইমার-কাসেমিরোদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সমকামীদের সংগঠন রেইনবো সিটিজেনস।
চলতি কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১০টি দল। সব দলের "২৪ নম্বর" জার্সি থাকলেও ব্রাজিলের নেই। আর্জেন্টিনার পাপু গোমেজ, কলম্বিয়ার জন লুকুমি, চিলির লুসিয়ানো আরিয়াগাদারা খেলছেন ২৪ নম্বর জার্সি পরিধান করে। আর এতেই স্বাগতিক দলের প্রতি অসন্তোষ ব্রাজিলের এলজিবিটিভুক্ত সমকামী সম্প্রদায় রেইনবো সিটিজেনসের।
রিও ডি জেনিরো আদালতের এক বিচারক মাঠে নেইমারদের কাউকে ২৪ নম্বর জার্সিটি পরে খেলতে দেখেননি। এজন্য সেই বিচারক ব্যাখ্যা চেয়েছেন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে।
এজন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে।
২৪ সংখ্যাটি ব্রাজিলে সমকামীদের ধ্যানধারণা বহন করে। এ কারণে এর আগে ব্রাজিলের অনেক খেলোয়াড় তাদের ক্লাবের ২৪ নম্বর জার্সি পরিধান করতে আপত্তি করেছেন।
বিচারক রিকার্ডো সাইফার বলেছেন, এলজিবিটি সম্প্রদায়ভুক্ত মানুষের প্রতি বৈষম্য থামানোর লড়াইয়ে সমাজে তাদের সহ–অবস্থান নিশ্চিতে স্বীকৃতিগুলোর নীতিমালা সবাই জানে।
ব্রাজিলে সমকামী বিদ্বেষ নতুন নয়। ২০১৮ সালে দেশটিতে প্রায় ৫০০ জনের মতো সমকামী মানুষকে হত্যা করা হয়। এরপর সমকামিতা ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করলে ২০১৮ সালে সর্বোচ্চ পাঁচ বছর কারাবাসের শাস্তি নির্ধারণ করেন আদালত।