বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রধান ফটকের সামনের চিত্র তা। সাধারণ মানুষ কতটা নির্বোধ এই ছবিটি'ই দেখে বুঝা যায়। সাথে সাথে জানতে ইচ্ছে হয়, কালভার্টটির পাশেই যত্রতত্র দোকান করে ব্যবসা বানিজ্য যারা করছেন তাদেরও কি দায় নেই এটি দেখে?
কুমিল্লা পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বা আনসার সদস্যদরা কি এটি দেখেও দেখেননা অথচ ড্রেনটি নগরীর পানি ময়লা নিষ্কাশনের আরেকটি গুরুত্বপূর্ণ সম্প্রসারিত অংশ।
কিন্তু যেভাবে ময়লা আবর্জনা প্লাস্টিক বোতল, যা-তা ফেলে ময়লা বা পানি নিষ্কাশনের গতিরোধ করে নগরীকে পানিবন্ধি করে দিচ্ছেন, তার দায়দায়িত্ব কি শুধু কুসিক বা সরকারের- নাকি ভোগ গ্রহনকারী সাধারন মানুষের..?