প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৩:৩১ পি.এম
প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ে ঝিকরগাছায় মানববন্ধন
প্রাথমিক শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবীতে যশোরের ঝিকরগাছায় ‘মানবন্ধন ও স্মারকলিপি’ প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর প্রেরিত এই স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার এই স্মারকলিপি গ্রহন করেন।
বুধবার (২রা অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে একদফা একদাবীর এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, বৈষম্য নিরসন প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সমন্বয়ক মোঃ সাহিদ হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক ও সহঃ শিক্ষক নেতা মোঃ ইকবাল আহমেদ, শিক্ষক নেতা হাসানুর রহমান, স্কান্দর মির্জা রনি, মোঃবনী আমিন, মোঃ তাহাজুদ আলী, মোঃ মহাব্বত আলী, মোঃ আমিনুর রহমান, সালেকীন ইসলাম প্রমূখ।
Copyright © 2024 Doinik Bangla Khobor. All rights reserved.