Doinik Bangla Khobor

বগুড়ার সান্তাহারে এক মাদক কারবারিকে ধরল পুলিশ

মুক্তারুজ্জামান :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নাজিমুদ্দিন নাজিম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাজিমুদ্দিন নওগাঁর রাণীনগর উপজেলার বিষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের বটতলী এলাকায় নাজিমুদ্দিন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানের জন্য পুলিশ সাধারন জনতার বেশে ওই বিক্রেতার চারপাশে ঘুরছিল। বিষয়টি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার লুঙ্গির ডান ভাজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, আমাদের কাছে তথ্য ছিল সে এলাকায় মাদক কারবার করে। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।