মুক্তারুজ্জামান আদমদীঘি বগুড়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী পালন উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন’ দৌঁড় প্রতিযোগিতা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার স্টেডিয়ামে ফেস্টুন উড়িয়ে এ ম্যারাথন দৌঁড়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, জেলা পরিষদের সদস্য মঞ্জু আরা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ১১ পদাতিক ডিভিশনের জাকির হোসেন, ওসি জালাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, বীর মুক্তিযুদ্ধা আজমল হোসেন, এরশাদুল হক টুলু, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।
পরে ম্যারাথন দৌঁড় সেখান থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ প্রতিযোগীতায় উপজেলার প্রায় আট শতাধীক প্রতিযোগী অংশগ্রহন করেন।
ম্যারাথনে প্রথম রবিউল আওয়াল হৃদয়, আদম হোসেন দ্বিতীয় ও নিফাত হোসেন তৃতীয় হন।