মুক্তারুজ্জামান আদমদীঘি থেকে :
বগুড়ার সান্তাহারে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রুহুল আমিন (১৭) নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী রিদয় গুরুতর আহত হয়েছে।
রবিবার ২৩ মে বিকেল ৪.৩০ টায় সান্তাহার পৌর শহরের ছোট মালশন গ্রাম এলাকায় একটি ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহুল সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নিহত রুহুল আমিন তার বন্ধু রিদয়কে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নওগাঁ-নাটোর বাইপাস সড়কে ঘুরচ্ছিল। এসময় সান্তাহারগামী একটি ট্রাক্টরের সাথে ছোট মালশন ব্রিজের কাছে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রুহুল আমিন নিহত হন। আহত রিদয়কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।