Doinik Bangla Khobor

বগুড়ায় বাল্য বিয়ে বন্ধ করে কনের পিতাকে কারাদণ্ড দিলেন ইউএনও

কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় বাল্য বিবাহ বন্ধ করে কনের পিতাকে কারাদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার মুরইল ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে কনের বাবাকে কারাদণ্ড প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান। জানা যায়, কাহালু উপজেলার মুরইল ইউপির চৌধুরীপাড়া গ্রামের ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন করে তার পরিবার। এমন সংবাদ পেয়ে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে বিয়েটি বন্ধ করে দেন।
পরে মেয়েটির পিতা আব্দুস সালামকে মোবাইল কোর্টের মাধ্যমে ‘বাল্য বিবাহ নিরোধ আইন- ২০১৭’ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই আশিকুর রহমান আশিক স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।