মতিন খন্দকার টিটু :
বগুড়ার নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংর্ঘষ ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় পুলিশ এক ইউপি সদস্যকে আটক করেছেন।
সোমবার (২৫ মে) সকাল আনুমানিক ৯ টায় নন্দীগ্রামের ছোট ডেরাহার গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকাল ৯টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ছোট ডেরাহার মাদ্রাসা মসজিদে গ্রামের কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। এর আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। নামাজ শেষে রেজা ও আলমসহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের ইমামকে গালিগালাজ করেন।
এ সময় শামিমসহ উপস্থিত লোকজন প্রতিবাদ করলে হানিফ (৩০) নামের একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এরপর পরই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ইউপি সদস্য সোহাগ হোসেনকে পুলিশ আটক করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যকে আটক করা হয়েছে।