মতিন খন্দকার টিটু :
বগুড়া র্যাবের অভিযানে শিবগঞ্জ থেকে ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী-র্যাব-১২, বগুড়ার পক্ষথেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২০) সকালে বগুড়া শিবগঞ্জ থানাধীন আমতলীস্থ মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮৭ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ২টি সীম এবং দিনাজপর হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো-ড-১১-৪২৭৫ রেজিস্টেশনের ১টি খালি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, বগুড়া কাহালূর কালাই নওদাপাড়া এলাকার মোঃ নবির উদ্দিন ফকির এর ছেলে মোঃ শাহিন ফকির (২১), ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার পানকৃষ্ণপুর চরারহাট এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মোঃ সাগর আলী (২৪)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।