Doinik Bangla Khobor

বগুড়া সান্তাহারে দুই চালকলে জরিমানা

মুক্তারুজ্জামান :
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে দুই চালকল মালিকের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক অভিযান পরিচালনা করে এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন চালকলে অভিযান চালানো হচ্ছে। অভিযানে সরকারি গুদামে চাল সরবরাহ না করে গুদামে মজুদ রাখা এবং লাইসেন্স না থাকায় শুক্রবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় মেসার্স শাপলা চালকলকে ৫০ হাজার টাকা এবং ডিজিএম চালকলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনসৃঙ্খলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক জানান, কয়েক দিন ধরেই চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। চালের বাজারের অস্থিরতা কমাতে অবৈধ চাল মজুদকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলবে।