আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের দাবি, ওই দেশে বাংলাদেশি পাসপোর্টধারী ৪২ হাজার রোহিঙ্গা আছেন৷ তারা ওই রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায়৷ তবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন,সৌদি আরবের এধরনের তৎপরতার বিষয়ে তিনি কিছু জানেন না৷
সংবাদমাধ্যমে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি সময়ে ওই ৪২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়৷ ১৩ জানুয়ারি আবুধাবিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতদের সম্মেলনেও সৌদি কতৃর্পক্ষ বিষয়টি তোলে৷ ১২ ও ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কমিশনের বৈঠক আছে ঢাকায়৷ সেই বৈঠকেও সৌদি আরব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি তুলতে পারে৷ পররাষ্ট্র দপ্তর বিষয়টি কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে কাজ করছে বলে জানা গেছে৷
সৌদি আরব জনিয়েছে, এই রোহিঙ্গারা ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সৌদি আরবে গেছেন৷ তারা বাংলাদেশি পাসপোর্টে গিয়ে সেখানে কাজও করেছেন৷ তাদের সবার কাজের অনুমতিপত্র আগেই শেষ হয়ে গেছে৷ ২০১৬ সালেও সৌদি আরব একবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলেছিলো৷