Doinik Bangla Khobor

বাংলাদেশ আঃ লীগের ৭৩’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
২৩ জুন বৃহস্পতিবার, আশুলিয়ায় গ্রামীণ কনভেনশন সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন, সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী কে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর পরিবার সহ সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুর রহমান এম.পি মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা এ ত্রান ও মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খাঁন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মোশারফ হোসেন মুছা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমন ভুঁইয়া, ডাঃ জাহের আলী, মোঃ তৌহিদ জং দুলাল, কামরুল হাসান শাহীন, ঢাকা জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ মহসিন করিম, মোঃ ইউনুছ পালোয়ান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবলু মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন মধু, যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেন জয় আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেককাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।