বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার মানসা ইউনিয়নের বেসরকারি একটি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে এ শিশুটির জন্ম হয়। জন্ম নেয়া শিশুটি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের হামিদ সরদার ও রেক্সনা বেগম দম্পত্তির।
শিশুটির স্বজন ও স্থানীয় এলাকাবাসি জানান, হামিদ সরদারের স্ত্রী রেক্সনা বেগম এর প্রসব বেদনা উঠলে গত সোমবার তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে আজ দুপুরে অদ্ভুত আকৃতির এ কন্যা শিশুটির জন্ম নিলে মুহুর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পরে। পরে এলাকার শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য ভীড় জমাতে থাকে। বর্তমানে শিশুটি মৌভোগ গ্রামের তার নানা আফজাল শেখের বাড়ীতে রয়েছে। শিশুটির মা রেক্সনা বেগম এখন সুস্থ্য আছেন বলে তার স্বজনরা জানান।
ফকিরহাট উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামীম বলেন, অদ্ভুত আকৃতিতে জন্ম নেয়া শিশুটির জন্মহত ত্রুটি ছিলো। একে যধৎষবয়ঁরহ নধনু বলে। এ ধরনের ত্রুটি নিয়ে জন্ম নেয়া শিশুরা সাধারণত বেঁচে থাকে না।
মৌভোগ গ্রামের শেফালি বেগম বলেন, এখন শিশু আমি আগে কখনও দেখিনি। কি কারনে এমন শিশুর জন্ম হলো আল্লাহ ভালো জানেন।