রণিকা বসু মাধুরী,বাগেরহাট থেকে :
বাগেরহাট জেলার মোংলা থানার ১ নং চাঁদপাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য, এবং ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সভাপতি মোঃ জাহাঙ্গির মল্লিক এর সম্যতিতে সরকারের উদ্দোগে কোভিড ১৯ এর প্রভাবে মৎষ চাষিদের ক্ষয় ক্ষতির পরিমান জরিপ করা কালিন সময়ে রাত ৮ঃ৩০ মি. দৈনিক খোলা বাজার পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এবং করোনাভাইরাস মোকাবেলায় ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবক কমিটির সদস্য মোঃ হাফিজুর হাওলার সহ তার সঙ্গে থাকা আরো এক জন কর্মি সোহাগ সরকারকে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায়। ঘটনাস্হল পরিদর্শন এর সময় স্হানিয়রা জানায় যে, এলাকার জনগনের সার্থে সেবা মূলক সকল কর্মকাণ্ডে নিঃস্বার্থ ভাবে নিরলস কাজ করে চলেছেন এ সাংবাদিক হাফিজুর হাও.। প্রতিদিনের মত তিনি সারাদিন সংবাদ সংগ্রহের কাজ শেষে সন্ধার দিকে তার এক খ্রিস্টান বন্ধু সোহাগ সরকার কে নিয়ে মৎষ চাষি গনের ক্ষয় ক্ষতির জরিপ এর কাজে গেলে ঐ ওয়ার্ড এর মোসাঃ ফাহিমা বেগম (৩৪), স্বামি মোঃ কামাল হোসেন এবং তার বোনের ছেলে মোঃ রুবেল (২৩)ও মোঃ রুবেল এর শ্বশুর মোঃ জিন্নাত (৫০) এক সঙ্গে আসেন। এবং তারা কর্মিদের কে উদ্দেশ্য করে ফাহিমা বেগম প্রথমে ত্রান এর কথা উল্লেখ করে চেয়ারম্যান ও মেম্বার কে নানা ধরনের অকথ্য ভাসায় গাল মন্দ করতে করতে বলে তোরাই তো এই সব তালিকা কর তাইলে তোরাই আমারে ত্রান দিবি। না হলে এ তালিকা করতে আর আসবি না। ঐ সময় তারা দু জন তাদের কে অনেক বুঝানোর চেষ্টা করেন এবং অনুরোধ করে বলেন যে দয়া করে আমাদের সঙ্গে খরাপ আচরন করবেন না।আপনার অভিযোগ আপনি চেয়ারম্যান অথবা মেম্বার কে অবগত করুন। আমাদের কাজ আমাদের করতে দিন। এ সময় তারা তিন জনেই চটে গিয়ে অসামাজিক গালাগালি করতে করতে এক পর্যায়ে মারধর শুরু করলে তাদের সঙ্গে মূহুর্তের মধ্যে আরো যুক্ত হন মোঃ ওমর (১৭) সহ আরো ২৫/৩০ জনের মতো মহিলা এবং অগ্যাত পুরুষ। এমতাবস্থায় এলাকার অন্য লোকেরা তাদের হাত থেকে কোনক্রমে আমাদের কে উদ্ধার করে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যান ও ইউপি সদস্য কে জানানো হলে ইউপি সদস্য সেখানে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। এবং এর সু-বিচারের আশ্বাস দেন। অনুসন্ধানে জানা যায় যে মোসাঃ ফাহিমা বেগম ঐ এলাকার ভোটারই নয়। শুধুমাএ কিছুদিন পূর্বে তিনি বাড়ি করেছেন। তিনি মূলত ঢাকার ভোটার। এবং তাদের আর্থিক অবস্হাও অনেক ভালো। এ বিষয়ে ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব কিছু জানতে পেরেছি এবং আগামী শুক্রবার সন্ধায় স্থানীয় ভাবে এর বিচারের ব্যবস্থা গ্রহন করবো।