হালিম সৈকত :
বাংলাদেশের হাওর, নদী ও বিলঃ সমস্যা ও প্রতিকার বিষয়ক বিশেষ সন্মেলন ১৩-১৪ জানুয়ারিতে
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেন-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। সাধারণ অধিবেশন ১ঃ হাওর অঞ্চলের পরিবেশ বিষয়ক সমান্তরাল অধিবেশনের সভাপতি দুই বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক এবং জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মতিন সৈকত বলেন' বাপা-বেন সারাদেশের পরিবেশবিদকে একত্রিত করে জাতীয় জাগরণ ঘটিয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।'সহযোগী সহ-সভাপতি ছিলেন BGMEA University OF FASHION & TECHNOLOGY (BUFT) প্রফেসর ডক্টর মোঃ আবদুল জলিল। অধিবেশন সংগঠক ছিলেন ঢাকা হাইকোর্ট এর আইনজীবী, যুব বাপা রাওমান স্মীতা। মূল বক্তা ছিলেন হালিম দাদ খান। নির্ধারিত আলোচক এনায়েতুর রহিম বাপা-হবিগন্জ, তোফাজ্জল হোসেন সোহেল বাপা- হবিগঞ্জ, আবদুল হাই-আল হাদি বাপা-সিলেট, বাবলি তালং বাপা- মৌলভীবাজার, শহিদুল হক জুয়েল বাপা-কিশোরগন্জ। উপস্থিতদের মধ্যে মতামত বক্তব্য দিয়ে সমৃদ্ধ করেন বাপার অন্যতম প্রতিষ্ঠাতা মফিদুল হক খানসহ বিদগ্ধজন।