ডেস্ক রিপোর্ট :
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার নিরীক্ষা দাবির মধ্য থেকে ১৩৮ কোটি টাকার প্রথম কিস্তি পরিশোধ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। পাঁচ কিস্তির মধ্যে প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা গতকাল মঙ্গলবার রবি জমা দিয়েছে বলে নিশ্চিত করেছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান। গত ৫ জানুয়ারি
বিটিআরসির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার নিরীক্ষা দাবির মধ্যে ১৩৮ কোটি টাকা কিস্তিতে পাঁচ মাসের মধ্যে পরিশোধে রবিকে নির্দেশ দেন হাইকোর্ট।
গত বছরের ৩১ জুলাই গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করে চিঠি দেয় বিটিআরসি। কয়েক দফার চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নোটিশ পাঠানো হয় দুই অপারেটরকে। কিন্তু বিটিআরসির দাবি করা টাকার অঙ্ক নিয়ে বরাবরই আপত্তি জানিয়েছে গ্রামীণফোন ও রবি। সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে বিটিআরসি রাজি না হওয়ায় দুই কোম্পানি আদালতের দ্বারস্থ হয়। বিটিআরসির দেওয়া ওই নোটিশ চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা করে রবি। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়। নিম্ন আদালত
রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে আপিল করে প্রতিষ্ঠানটি। সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট গত ২৫ নভেম্বর রুল জারি করেন। রবির কাছ থেকে পাওনা আদায়ে বিটিআরসিকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে।