Doinik Bangla Khobor

ব্রাক্ষণবাড়ীয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

অনলাইন নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাবেক এক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (৫৫) নিহত হয়েছেন।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইউপি মেম্বার মৃত চমক বেপারীর ছেলে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত সদর ইউনিয়নের বর্তমান সদস্য শাহ আলম ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বারের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরাইল ব্যাপারীপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শাহআলম মেম্বারের লোকজন রকেট মেম্বারের উপর হামলা চালায়।

পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।