Doinik Bangla Khobor

বড়াইগ্রাম অনার্স কলেজের উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন 

নাটোর প্রতিনিধি।।

নাটোরে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের উদ্যোগে চারশত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মঙ্গলবার ও বুধবার কলেজ চলাকালীন সময়ে প্রভাষক নাছিমা খাতুনের সভাপতিত্বে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম অনার্স কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান।
এসময় অত্র কলেজের প্রভাষক আব্দুল মান্নান, মাহাবুব, হবিবুর রহমান, জাহাঙ্গীর কবির মানিক উপস্থিত ছিলেন, ক্যাম্পেইন এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রভাষক ছাদিকুর রহমান সুমন।
উক্ত ক্যাম্পেইনে নাটোর ব্লাড ব্যাংক, জননী হাসপাতাল (থানার মোড়), মোল্লা ডায়াগনস্টিক সেন্টার (লক্ষীকোল), নুসরাত ডায়াগনস্টিক সেন্টারের(জোনাইল) কর্মকর্তারা ব্লাড নির্ণয়ে সহযোগিতা করেন।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে সেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট সদস্য, রাকিবুল হাসান রাফি, হিমাংশু সান্যাল রুদ্র, সোহাগ, সিয়াম, রুবাইয়া তাহমিন, জাকিয়া সুলতানা, বিজয় কুমার ও আরাফাতসহ সাধারণ ছাত্র ছাত্রীরা দ্বায়িত্ব পালন করেন।