হাওলাদার শাহাবুদ্দিন ভোলা থেকে :
মাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী তানজিলা অপহরণ ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাকিব কে গ্রেফতার করা হয়েছে৷গতকাল দুপুর ১ টার সময় মোবাইল ট্রাকিং ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা চরফ্যাশন থানার এস আই ইয়াছিন পাইকের নেতৃত্বে চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেন৷
তানজিলার বাবা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পরিবার তানজিলার হত্যাকারী প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তারের খবর শুনে অত্যন্ত আনন্দিত৷ আমার নিষ্পাপ মেয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারল না৷ পারেনি মুক্তভাবে একটু নিঃশ্বাস নিতে৷ আমি মামলার অন্য আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানাচ্ছি৷ আমার মতো অন্য কারো মা-বাবা যেন তার আদরের সন্তানকে এমন মর্মান্তিক ঘটনায় মাটি দিতে না হয়৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান তানজিলার বাবা আনোয়ার হোসেনের দায়ের করা অপহরণ ও হত্যা মামলা আমলে নিয়ে তদন্ত শেষে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে গতকাল
দুপুর ১ টার সময় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে রাকিবকে চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাকিব কে আদালতে আনা হয় আদালত তাঁকে দুই দিনের রিমান্ড মনজুর করেন৷ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷ এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই৷