হাওলাদার শাহাবুদ্দিন :
প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাহায্যে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পৌরসভার ১৭টি কেন্দ্রে কঠোর নিরপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহন শুরু হয়।
নির্বাচনকে গিড়ে কেন্দ্র ও ভোটারদের নিরপত্তার জন্য আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি। আর নতুন এই পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ভোটারদের মাঝে উৎসাহ ও কৌতুহল বিরাজ করছে।
চরফ্যাসন নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭ হাজার ৬৮৩ জন্য ভোটার অধ্যুষিত চরফ্যাশন পৌরসভায় ১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে মেয়র পদে ৩ জন, সাধারন কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।