ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জমির বিরোধে আলাউদ্দিন ডিলারের জমি থেকে বেশকিছু মাঝারি বয়সের সুপারি গাছ কর্তন করেছে একটি ভূমিদস্যু গ্রুপ। আলাউদ্দিন ডিলার জানান, একই এলাকার ফিরোজ গংদের কাছ থেকে ২০১৭ সালে এস এ খতিয়ান নং ৮৫, ১০৯০,১০৯০,১৫৩,দাগ নং ২৩৭০,২৩০৮,২৩১৬,২৩০০,২৩৩৫ খতিয়ানে ২৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। জমি ক্রয় করার পর থেকে স্থানীয় লতিফ মাস্টার গং ওই জমি থেকে কিছু জমি পাওনা দাবি করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসা হয়। কিন্তু লতিফ মাস্টার এর কাগজপত্র পর্যালোচনা করে তার কোনো জমি প্রমাণ হয় নাই। পরবর্তীতে ফিরোজ আলম উপজেলা নির্বাহী অফিসারের নিকট তার জমি পরিমাপের জন্য আবেদন করেন। সেই আলোকে উপজেলা নির্বাহি অফিসার বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন। ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে আলাউদ্দিনকে বুঝিয়ে দেন তারা।
আলাউদ্দিন ডিলার সীমানা অনুযায়ী জমিতে সীমানা বেড়া দেন। সোমবার সন্ধ্যার দিকে লতিফ মাস্টারের নেতৃত্বে কাদের, গনি ও নাজিম উদ্দিন সহ একদল সন্ত্রাসী নিয়ে আলাউদ্দিন ডিলারের জমির সীমানা বেড়া ও বেশ কিছু সুপারি গাছ কর্তন করে ফেলে লতিফ মাষ্টার। এব্যাপারে আলাদ্দিন ডিলার বোরহান উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যপারে লতিফ মাষ্টার গাছ কর্তনের বিষয়টি অস্বীকার করেছেন।