Doinik Bangla Khobor

মধ্যবিত্ত পরিবার এর জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে কিছু আবেদন প্রকাশ

আবেদন রিপোর্ট :
আমি দেশরত্ন,জনগনের বন্ধু সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই অসহনীয় দুর্যোগময় পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারের কথাও একটিবার চিন্তা করুন। আমরা মধ্যবিত্ত পরিবারাই সবচেয়ে বেশি করুনাত্মক পরিস্হিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে যাচ্ছি, কারন আত্মসম্মানবোধের কারনে লজ্জায় আমরা মধ‍্যবিত্তরা না পারি কিছু বলতে,না পারি কিছু চাইতে, না পারি পারি কাঁদতে। এভাবেই সবকিছু থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি, আপনি নিম্নবিত্ত, গরিব ও অসহায় পরিবার এর কথা চিন্তা করে ৫ হাজার কোটি টাকা দান বাবদ বরাদ্দ দিয়েছেন, আপনার অগোচরে কয়টা পরিবার এর আওতাধীনে পরবে। কিন্তু গভীর ভাবে আপনার প্রখর চিন্তাশক্তির আলোকে একটু ভেবে দেখবেন গরিব ও অসহায় মানুষের চেয়েও মধ্যবিত্ত পরিবার আরোও বেশি অসহায়। অনেক মধ‍্যবিত্ত পরিবার ঢাকায় ফ্লাট বাসায় ভাড়া থাকে,তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সাহায্য সহোযগীতা নিতে পারে না।সুতরাং আমি বিশ্বাস করি এই দুর্বিষহ পরিস্থিতিতে কেবলমাত্র আপনার প্রখর চিন্তাশক্তির আলোকে বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে মধ্যবিত্ত পরিবার এর জন্য কিছু পদক্ষেপ গ্রহন করে মধ‍্যবিত্তদের পার্শে থাকার অনুরোধ রইল। লেখায় কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিঃদ্রঃ আমার ফেইসবুক ফ্রেন্ডলিস্ট এর সকল বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করছি, যদি আমার লিখাটি আপনার কাছে গ্রহনযোগ্য ও যুক্তিসঙ্গত মনে হয় তবে নিজে কমেন্টস এর পাশাপাশি শেয়ার করুন যাতে মাননীয় সরকার এর দৃষ্টি আকর্ষণ করতে পারি ইনশাআল্লাহ।