Doinik Bangla Khobor

মানবতার এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম

মতিন খন্দকার টিটু :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে, সারাদেশের ন্যয় বগুড়াতেও চলছে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন, বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের তত্ত্বাবধানে, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজার নেতৃত্বে, শহীদ চান্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্যরা লকডাউনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
০১লা জুলাই বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীরা সরজমিনে গিয়ে দেখতে পায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন সফল করতে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের খান্দার বাজার এলাকায় ডিউটি করেছেন ও মাক্স ছাড়া কেউ আসলে তাঁকে সচেতন করে বিনামূল্য মাক্স বিতরণ করছেন ঠিক এমনি সময় একজন শারীরিক প্রতিবন্ধী মাক্স বিহীন রাস্তা দিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিক প্রতিবন্ধী ব্যক্তিকে মাক্স প্রদান করেন এবং নিজ অর্থায়নে।
এসআই খোরশেদ আলম তাঁকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন লকডাউনে আপনি বাহিরে কেন, সে উত্তর দিলের বাসায় কোন প্রকার খাবার নেই তাৎক্ষণিক এসআই খোরশেদ আলম নিজ অর্থায়নে তাঁকে খাবার কিনে দিয়ে বাসায় চলে যেতে বললেন। শুধু তাই নয় তিনি অসহায় পথশিশু প্রতিবন্ধীদের প্রায়ই নিজ অর্থায়নে সহায়তা করেন।