আরিফ হোসেন হারিছ :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত
রোববার ১৫ আগষ্ট বেলা ১১টায় উপজেলার বালচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্থা সংলগ্ন , বালুচর ইউনিয়ন আওয়ামীলীগ শাখা কার্যালয়ে সরকারি বিধিনিষেধ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে
বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকচান মুন্সীর সভাপতিত্বে বালুচর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন মাইজ ভান্ডারীর সার্বিক সহযোগিতায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে ভয়াল কালরাত্রিতে ঘাতকদের আঘাতে শহিদ হওয়া জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে করা হয়েছে।
পরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। কোরআন তেলওয়াত ও দোয়া- মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবুবকর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নাসির মোল্লা,আবু হাসেম,কৃষক লীগের নেতা মোহাম্মদ আলী,শ্রমিক লীগের সভাপতি খোরশেদ কনক,সাধারণ সম্পাদক মফিজুল হক আওয়ামী লীগ নেতা শুক্কুর মাদবর প্রমুখ।