আরিফ হোসেন হারিছ :
মুন্সীগঞ্জের সিরাজদিখান মেয়াদাত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৪ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার । বুধবার ১ সেপ্টম্বর দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে মেয়াদাত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মল্লিক ফার্মেসীকে ৬ হাজার, সুরভী ডেন্টালকে ৩ হাজার, এস এস ফার্মেসীকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানিকে ৩ হাজার টাকাসহ ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর উপ-পরিচালক আসিফ আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব সিরাজদিখান শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও সিরাজদিখান থানা পুলিশ।