আরিফ হোসেন হারিছ :
মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় বৈশ্বিক করোনা মহামারীতে দুস্থ অসহায় লকডাউনে কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনী খাদ্য সামগ্রী প্রদান করেছে। শুক্রবার ৬ আগষ্ট দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী মুন্সিগঞ্জের মাওয়া সেনানিবাসে অবস্থিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের আয়োজনে ১৯ বীর এর সার্বিক ব্যাবস্থাপনায় ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৮ কেজী,আটা ২ কেজী, ডাল ২ কেজী লবন ১কেজী,আলু ২ কেজী, ছোলা ২, ব্যাগ ১ টি।এই খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।
খাদ্য সামগ্রী বিতরন কালে সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজ রহমান বলেন বৈশ্বিক করোনা মহামারী এই দুর্যোগ মুহূর্তে দুস্থ অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়াতে আমাদের দৈনিক রেশন থেকে কিছু অংশ বাচিয়ে দুস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দিতে পেরে আমরা আনন্দ বোধ করছি। আগামীতেও আরো ভালো কিছু নিয়ে এই দুস্থ অসহায় কর্মহীন মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং আগামীতে থাকবে ইনশাআল্লাহ।