লাতিফুল সাফি ডায়মন্ড :
পুলিশই জনতা- জনতাই পুলিশ এ প্রতিপাদ্য'র আলোকে রংপুরের তারাগঞ্জে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারাগঞ্জ থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধায়নে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।
গতকাল রবিবার (০৫ ফেব্রুয়ার) বিকেল ৪ টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আইন শৃঙ্খলার উন্নয়নে করনীয় শীর্ষক গঠনমূলক আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।
ওসি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফোরদৌস আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর জেলার সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীরমুক্তিযোদ্ধা নাসিম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও মোঃ রাসেল মিয়া, ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী,সাবিনা ইয়াসমিন, আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য,
সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ ফোরদৌস আলী চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। কমিউনিটি পুলিশিংয়ের গতি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতাও চেয়েছেন।