আনোয়ার হোসেন,রংপুর থেকে :
রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যাক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।ব্যাংকের ডিপিএস এর টাকা উত্তোলনের ৫ দিন থেকে নিখোঁজ থাকা পর আহেলা বেগম (৩২) নামে এক নারীর হ্মতবিহ্মত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা শ্রমিকরা।আজ ২০ ফেব্রুয়ারি (রোববার) সকাল ৭টার দিকে
প্রাথমিক তথ্যে জানা গেছে,নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী কৃষি গবেষনা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতো।তার স্বামী মারা যাওয়ার পর থেকে ওখানে ছিল।তার একমাত্র সন্তান রায়হান (১৭) ঢাকায় চাকরি করে।
পরিবার সুত্রে জানা যায়,আহেলা স্থানীয় জুট মিলে চাকরী করেন।সে পুবালী ব্যাংক জাহাজ কোম্পানী মোড় শাখায় ডিপিস খোলেন।সেখানে প্রতি মাসে ১০ হাজার টাকা করে জমা রাখেন।এদিকে কৃষি গবেষনা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাইদুলের সাথে পরিচয়ের সুবাদে তার মাধ্যমেও ব্যাংকে টাকা পাটাতেন এবং ব্যাংকের সকল কাগজপত্রাদি তার কাছে ছিল।
জমি কেনার কথা বলে গত বুধবার ব্যাংকের সকল টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হয়ে আসেন আহেলা।তারপর থেকে আর খোজ মেলেনি আহেলার।এ ঘটনার আহেলার বড় ভাই বড় গতকাল শনিবার গংগাচড়া থানায় জিডি করেন।