আনোয়ার হোসেন,রংপুর থেকে :
রংপুর নগরীর কোতয়ালী থানাধীন ৩০নং ওয়ার্ডস্থ কুটিপাড়া থেকে জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর মহানগরীর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ৩০নং ওয়ার্ডস্থ কুটিপাড়া গ্রামে অবৈধভাবে জাল টাকা তৈরি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার ৪ মার্চ বিকেলে অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ মোঃ শামীম আহম্মেদ (শ্যাম) চোধুরী (৩২) কে গ্রেফতার করেছে। এ সময় তার বাড়ি তল্লাশি করে জাল টাকা এবং জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, প্রিন্টার, মাউস, কী-বোর্ড, বার্নিশ পাউডার, এন্টিকাটার, র্যাপিং পেপার, হাইপো, ট্রেসিং পেপার, অবৈধ সীল, আয়রন মেশিন, মোবাইল এবং নগদ ১৮০০০/- টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) লেঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে রংপুর এবং পাশের জেলাগুলোতে জাল টাকা তৈরী করে ব্যবসা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।