আনোয়ার হোসেন,রংপুর :
বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুনদের মধ্যে আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন রংপুর এর আয়োজনে বিজ্ঞান মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৪ মার্চ ২০২২ টাউন হল চত্বরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ, রংপুর এর অধ্যক্ষ ড. আমজাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কামরুজ্জামান। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিগণ।
বিজ্ঞান মেলা ২০২২ এর মূল প্রতিপাদ্য “স্মার্ট ফোনে আসক্তি: পড়াশুনার ক্ষতি”। দুই দিন ব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠান আগামীকাল ১৫ মার্চ ২০২২ বিকাল ০৪.০০ টায় টাউন হল চত্বর, রংপুর এ অনুষ্ঠিত হবে।