আনোয়ার হোসেন :
গতকাল ১২ মে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর পরশুরাম থানাধীন বুড়িরহাট বাজারে ভোজ্য তেলের উপর তদারকি অভিযান পরিচালনা করে। এসময় কারসাজির মাধ্যমে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি, সরকার'র নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে খোলা তেল বিক্রয় ও পণ্য বিক্রয়ের পাকা রসিদ না থাকায় ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অমান্য করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মজুদকৃত খোলা তেল অতি দ্রুত খুচরা ব্যবসায়ীদের নিকট ন্যায্যমূল্যে বিক্রয় ও সরবরাহ করার নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।