মোঃ খাইরুজ্জামান সজিব :
বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়য়ন্ত্র চালাচ্ছে বিএনপি নাছিম
বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক
আ ফম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন,ক্ষমতায় থাকতে তারা দেশের কল্যানে একটি কাজও করতে পারেনি। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, দর্শন তাদের নেই। তাদের একটাই দর্শন - আগুন সন্ত্রাস,হত্যাও লাশের রাজনীতি করে ফায়দা লুটতে চাওয়া।
আজ শুক্রবার বিকালে রাজধানীর জুরাইন বালুর মাঠে শ্যামপুর থানাও
৪৭,৫১,৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন,বিএনপি-জামায়াতের অন্ধকার যুগে হত্যা,খুন মামুলি ব্যাপার ছিলো। সেই খুনিদের দল সন্ত্রাসী কায়দায় মানুষের ওপর,আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর,এমনকি সাংবাদিকদের ওপর নিষ্টুরভাবে হামলা করছে। তারা পচাত্তর একাত্তরের মতো একই ভাষায় একই ছন্দে সন্ত্রাসের রাজত্ব কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের গনতন্ত্র ছিনতাই করা হয়েছিল উল্লেখ করে নাছিম বলেন,
অবৈধ রাষ্ট্রপতি খুনি জিয়া গংরা ক্ষমতা দখল করে বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল, হাজার, হাজার বীর মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর শত শত সেনা সদস্যকে নির্মম ভাবে হত্যা করেছিল। তিনি আরও বলেন, অত্যাচারীরা শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করতে বিদেশে নালিশ দিচ্ছেও মিথ্যাচার করছে। অসাম্প্রদায়িক শক্তিকে লেলিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা। নাছিম বলেন,আওয়ামী লীগে সন্ত্রাসের জায়গা নেই। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। জনগনের সমর্থন আমাদের শক্তি-প্রাণ - শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে রক্ষার জন্য আওয়ামী লীগ রাজপথে থাকবে ।
ত্রি বার্ষিক সম্মেলনের উদ্ধােধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব আবু আহমেদ মন্নাফি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেনও বিপ্লব বড়ুয়া।
আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও ঢাকা-৪ এর সাবেক সংসদ সদস্য এ্যাড- সানজিদা খানম।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির।যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেন আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ- মোহাম্মদ জগলুল কবির, শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সাধারন সম্পাদক ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবীবুর রহমান হাবু,যুগ্ন সাধারন সম্পাদক ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মাসুদ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কাজী সামিউল রহমান (অভি,৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইন উদ্দিন চিশতী ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরীফ মোঃ আলমগীর শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মােঃ সাইদুল ইসলাম শাকিল (শেখ) আরো অনেকে প্রমূখ।