কিশোরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব), সিআরবি চট্টগ্রাম থেকে ১৬ জুলাই ২০২৫ তারিখে জারিকৃত এক দপ্তরাদেশে প্রশাসনিক স্বার্থে আনিসুজ্জামান, এসএসএই (পথ), কিশোরগঞ্জকে নরসিংদীতে এবং জনাব মোঃ জুলহাসকে এসএসএই (পথ), নরসিংদী থেকে কিশোরগঞ্জে বদলি করা হয়। আদেশ জারি হওয়ার পরও আনিসুজ্জামান কিশোরগঞ্জ রেলওয়ে বিভাগে দায়িত্বে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের আশীর্বাদে বদলি আদেশ কার্যকরে বাধা সৃষ্টি করছেন।
এমন অবস্থায় রেলওয়ের সাধারণ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। তারা বলছেন, সরকারি আদেশ অমান্য করে কোনো কর্মকর্তা নিজের সুবিধামতো অবস্থান বজায় রাখতে পারেন না। এটি রেলওয়ের শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর বড় আঘাত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, আদেশ জারি হওয়ার পরও যদি কেউ দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে সেটা অসাংবিধানিক। বিষয়টি দ্রুত ব্যবস্থা না নিলে পুরো অফিসে অস্থিরতা তৈরি হতে পারে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে কিশোরগঞ্জ রেলওয়ের শ্রমিকরা বলছেন,
যার যেখানে বদলি, তাকে সেখানেই যেতে হবে। না হলে রেল বিভাগের অভ্যন্তরীণ নিয়মনীতির উপর জনগণের আস্থা হারাবে। উল্লেখ্য, দপ্তরাদেশ নং-৫৪.০১.১৫০০.১১৪.১৭.০২৮.১৯ অনুযায়ী, বদলি আদেশ কার্যকর না হওয়া পর্যন্ত দুজন কর্মকর্তাই পূর্বের দায়িত্ব বহাল রাখবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
এই অনিয়মের দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি।